শুনলাম ও গাঁয়ের
গদাধর পালোয়ান
ভোরবেলা উঠে নাকি
তিন সের দুধ খান।।
চার ধামা মুড়ি দেন
ঝপ করে উড়িয়ে
এক কাঁদি কলা পেলে
খান মন ভরিয়ে।।
দেহ নয় ঠিক তার
হিমালয় পর্বত
তেষ্টায় মেরে দেন
দুই ক্যান সরবত।।
এ গাঁয়ের ভোলাসেন
খুব বড় জমিদার
গত মাসে গেল এক
কন্যার বিয়ে তার।।
সাধ করে বল্লেন
শুনেছিস ও গদাই
কন্যার বিয়ে মোর তোর
যেন আসা চাই।।
বিয়ে বাড়ি ভারি মজা
নানা সব আয়োজন
নানা কাজে লোকজন
খাটছেন প্রাণপণ।।
ছেলেমেয়ে সকলেতে
হাসিমজা করছে
বিয়েবাড়ির সব কাজ
ঠিকঠাক চলছে।।
হঠাৎই, কেন জানি
বেধেঁ গেল হইচই
লোকজন বলছেন
ভোলাবাবু গেল কই।।
কি হল? কি হল?
গদাধর খাচ্ছে
দশ কিলো মাংস
একেবারে চাচ্ছে।।
স্তুপাকার মিষ্টি,
শখানেক সন্দেশ
চক্ষুর নিমেষে
করছে সে নিঃশেষ।।
খিদে তার মেটে না,
থামছেনা খাওয়া তাই
ভাঁরা-ঘর শুনশান
সম্মান যাই যাই।।
সব শুনে ভোলাবাবু
কোঁচা হাতে ছুটলেন
কেউ নেই সেখানে
তাই রাঁধুনিকে ডাকলেন।।
জেনেশুনে বাবু কেন
করলেন বিষপান
জমিদার ভোলাসেন
ওখানেই অজ্ঞান।।