কতদিন হয়েগেছে,
সেই কবে একটা ছড়া লিখেছি
মনেই পরেনা।
জানো আমার কলমটা না আর সরে না।
ভেবেছিলাম, এক সমুদ্র হাসি
উপহার দেবো তোমায়
আমার গল্পে, আমার ছড়ায়
কিন্তু ঐ হাসিটাই
আর আমার খোঁজ করেনা।
জানো আমার কলমটা না আর সরে না।
জীবন যখন তার নানান চাহিদার ফর্দো পেতেছিলো
আমার আর কোনো জায়গা নেই
ও হয়তো তাই ভেবেছিলো।
সেই যে গেলো আর ফেরেনা।
জানো আমার কলমটা না আর সরে না।
জানি তুমি রাগ করবে
বলবে আমি কথা রাখিনি
কিন্তু, চেয়ে দেখো ঐ নষ্ট পাতার দিকে
কেমন করে কলম আমার
ব্যর্থ ছবি আঁকে।
সময়ের নিঠুর পরিহাসে
সমুদ্রের স্বপ্ন আমার
মহাশূন্যে ভাসে।