আজি প্রভাতে ভেবেছিনু বসে
লিখিব তোমার তরে।
পুলকিত মন নতুন আবেশে
বসিল কাগজ পরে।
কলম তুলিয়া লিখিলাম যেই
প্রথম শব্দখানি
বাকি সকলেই ছাড়িল যে মোরে
হইয়া অভিমানী।
ঠাকুর তুমি ওদেরকে বলো
ফিরিয়া আসিতে হেথা
ওরা কেন আজি রাখিল না তবে
আমায় দেওয়া কথা।
পারিনি লিখিতে আজি তব তরে
প্রাণের কবিতাখানি
শব্দের ন্যায় তুমিও কি রবি
হইবে অভিমানী?