কয়ই গো বাবু মুখোশ লিবা
লেইকো তেমন দাম
ওই, বিকইতে হবে একটু বিবেক
একটু সম্মান।।
এনেক রকম মুখোশ আছে
কনটা লিবা বলো?
ও.. দেখেলিতে চাও?
তবে ঝুলার কাছে চলো।।
এ, এই লাও ভালোমানুষির
এনেক কাজে দিবে
ঘরে, অফিসে সুবাই তুমাই
ভালো বুলে মেনে লিবে।।
আরেকটা চাও? এটো দেখো
পরলে ওটো মুখে
ব্যস্ত সেইজে কাটিন দিবে
সকল দায়িত্বুকে।।
পছন্দ লয়? এই লাও
বুকা সাজার মুখোশ
বৈলবে শুধু পারিনলাকো
ব্যাস, দিন যাবে চৌখশ।।
বুইঝতে পেরিছি, তুমি বদের বদ
বজ্জাতি হাড়ে হাড়ে
ভালোবাসার মুখোশ টো লাও
কাজে দিতি পারে।।
ভালোবেসে কাছে ডেকে
তুইলবে যখন মুখ
ছোড়া দিয়ি চিরে দিও
ভালোবাসার বুক।।
এই মরেচে, চোল্লে কুতাই
মুনে লেগেচে ভারি?
তবে, তুমিও জানো আমিও জানি
আমরা সুবাই মুখোশ ধারি।।
------- শৌমিক ভৌমিক