নগেন পুরের খগেন বাবু
লোকটা এমনি ভালো
কালকে হঠাৎ বিকেল বেলায়
বেজায় রেগে গেলো।।
বলছে, আমার মাথাখানি
বনবনিয়ে ঘোরে
ধু্র ছাতা সব যতই বলুক
থাকবো না আর ঘরে।।
গিন্নি বলেন, ওগো তোমার
কি হয়েছে বলো
বাবু বলেন, বাড়ির থেকে
অফিস যাওয়াই ভালো।।
রোজকেরের এই খ্যাঁচখ্যাঁচানি
পারছিনেকো সইতে
আমার নাকি নেই কোনো কাজ
শুধুই বসে রই যে।।
না হেঁটে মোর পায়ের ব্যামো
দিনে দিনেই বাড়ছে
হাত দুটো যে অবশ লাগে
মনটা কেমন করছে।।
আজকে তোরা যতই বলিস
মনকে করে শক্ত
দরজা খুলে বেড়িয়ে যাব
ওসব নিয়ম রাখতো।।
দেখি, আজ সকালে খগেন বাবু
এক্কেবারে ঠান্ডা
গিন্নি বলেন, হবেনা তা
কাল খেয়েছে ডান্ডা।।