রাজার হল কঠিন আদেশ
উর্দু হবে বুলি ।
মানলে ভালো না মানলে
বিদ্ধ করো গুলি।।
দেশটাকে তো ভাগ করেছো
ভাষাও নেবে কেড়ে?
বাঙালীর আর রইলোটা কি
বাংলা চলে গেলে?
বাংলা মোদের রক্ত সম
শিরায় শিরায় বয়।
বাংলা যে শুধু নয়কো ভাষা
মোদের পরিচয়।।
ঈশাণে আজ মেঘ করেছে
উঠেছে দারুন ঝড়।
ওরে, ভয় ভীতিকে সরিয়ে রেখে
মনকে শক্ত কর।।
ঢেউ উঠলো বাংলা জুড়ে
নেই কোনো সংশয়।
প্রাণ যায় যাক ভাষা মোদের
বাংলাই যেন হয়।।
ঝড়ল কত নবীন প্রাণ
বাংলা ভাষার তরে।
হায়! বাঙালী কখনো কি
তাদের মনে পড়ে?