সারসের হৃদয়ে এখন পরিযায়ী শুভ্রতা;
শুদ্ধ শুদ্ধতা চেয়ে ডানায় আনে মুগ্ধতা।
আবার ভাসবো বলে জ্যোৎস্নাবেলায়
কাছে আসি দুঃসাহসের ভেলায়;
মায়াদর্পণে জীবন জাগিয়ে রাখি
মুছে ফেলি রক্তক্ষরণ শব্দশিখায়।
কেউ কি আর তোমার মতো আকাশ হবে তেমন
বৃষ্টি হয়ে মিশে যাবে তৃপ্তি হয়ে?
কেউ কি আর তোমার মতো জ্যোৎস্না দেবে অমন
বুকটি ভরে আকাশ উজাড় করে?
তবু আকাশের নিচে ঝড় ওঠে ভুল প্রশ্নে,
তবু দুঃস্বপ্নেরা হানা দেয় সারসের স্বপ্নে!
কবিতার থাকে না কোনো শেষ নিঃশ্বাস
হৃদয়ক্ষরণেও তার আরো হৃদয় প্রকাশ;
নৈঃশব্দের কিনারে শুধু তুমি আর আমি
বিবর্ণ ঘাস হয়ে পুড়ি মরুবিপন্ন বধ্যভূমি।