সাপ্তাহিক কর্মকাণ্ডে আছি
ইথারিয় সংকেত নেই কোনো বিজলীর কোথাও
ঝড় থেমে যায় বুঝি তীর্থ ভ্রমণে মনে মনে;
এখানে পাতায় পাতায় কতো রঙে রোদ
খেলে যায় নন্দন পাড়ায়; -
পূর্ণতার চাঁদ কোথায়!
সাতাশে শেষ হতে পারে না কোনো মাস;
চাঁদ পূর্ণতা চায় খুব কাছে এসে মাসে মাসে।
সাপ্তাহিক কর্মকাণ্ডে আছি
আবার ভাসবো বলে জ্যোৎস্নাবেলায়।