আকাশে মেঘ ছিল না কোনো
খোলা আকাশের নিচে পৃথিবীটা ছিল ব্যাপক
একজোড়া পাখি চুরিকরা ডানায় খুঁজছিলো ওপারের আকাশ স্পর্শ
আর দূরে হেলান দেয়া দিগন্ত আরো সরে সরে যাচ্ছিলো আরো সব আকাশ করে
ঘড়ির সঙ্কেতে উড়োউড়ি আকাশবেলা
কিন্তু এ ছায়া শহর ডানার বেখেয়াল হোঁচটে ডেকে আনলো পুরনো সব মেঘেদের
মেঘেমেঘে ডানার পালক খসে পড়তে লাগলো একে একে
মেঘ জমে জমে ঘন কালো হল আরো সাদা সাদা পালকে
ডানায় পালক না থাকলে কি আর ওড়া যায়
প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে এখন ভাসছে দু'পারের আকাশ
পাখিদের আসলে বেশি পাখি হতে নেই অনেক আকাশের!