- আজ নগ্ন হবে রাত চাঁদ ডেকেছে আয় ভরা পূর্ণিমায়
কেমনে ফিরি চাঁদতলায় দেশ জেগেছে মিছিলে রাস্তায়
আমি কোন দিকে যে যাই - চাঁদতলায়, নাকি রাস্তায়!
- ভীষণ ব্যাপার বটে! একটু দাঁড়াও, জল-মাটি খেয়ে নাও।
- ছাড়ো ওসব রসিকতা! ভাল্লাগেনা! একটু সরে দাঁড়াও।
মাগো, তোর হাতের পিঠা খাইতে কত মিঠা
মনে নেই তোর কবিতার কথা? - এখনো তার মুখে আঠা!
- তাহলে আর দেরি কেন রাস্তায় পাড়ি দাও
- থামো! চুপ যাও, কেন শুধু বকবকাও!
কবিতা, কী ভাল লাগল সেদিন ছুঁয়ে গেলি এক নিমেষে
কিভাবে তোর সুখের ডালি ছড়িয়ে দেব সব আকাশে!
- বুঝেছি, তবে যাও চাঁদতলায়, রাস্তায় বড় ভীড়!