রাত্রির গা বেয়ে নেমে আসে নিশাবিহার আয়াস
মৌন ইশারায় হাত বাড়িয়ে ডাকে নিশাকর
দীর্ঘশ্বাসের প্রহরে দুই-ই একা; আমি-নিশাকর
ইচ্ছা-অনিচ্ছার ভিড়ে হারিয়ে গেছি, হেরেছে স্বপ্ন
যা বয়ে গেলো- নিয়ে গেলো সময়ের স্রোত
যে বুঝে সে উপভোগ করে আর যে বুঝে না
সে রয়ে যায় দীর্ঘশ্বাস প্রহরেই!
আগ-পাছ ভাবিনা আর, তাইতো
নিশাকরের ডাকে সারা দেই; হই কাব্যে মশগুল
শুনাই তারে জীবনের ধাপে ধাপে মরিচা পড়া
সকাল দুপুর বিকেলের সুর অনুরণন।
নিশাকর শুনায় বিরহী সুরের সেই বাঁশরী সুর......
ফিরে ফিরে যাই, ঘুরে আসি আঁধারের বুক চিরে
সেই সেই দিনের নিরুপম পলে পলে।
মেয়ে আমি হারাতে না জানলেও হারিনি এখনো
বিষাদগ্রস্থ মুহূর্তেও হইনি ম্রিয়মান;
জীবনজুড়ে তাই কাব্যগাঁথা সুগন্ধি লোবাণে
করে রেখেছি ম্রক্ষণ।
২০ নভেম্বর ২০১৪