তুমি আমার কাব্য হবে? -- হয়ে যাওনা!
বুকের মাঝ লুকিয়ে রবে?-- রয়ে যাওনা!
কানে কানে কথা কবে? -- কয়ে যাওনা!
ছন্দ হবে,হবে মাত্রা?
একই পথে শুরু যাত্রা
এলোমেলো ঝড়ো হাওয়া
জানলায় করবে আসা যাওয়া?
তুমি আমার হবে নি:শ্বাস? --হতে পারো
জীবন পথে করবে বিশ্বাস?? --করতে পারো?
দাওনা তুমি আমায় আশ্বাস?? --দিতে পারো!
নদী হয়ে চোখে বসো
ডিঙি নিয়ে একাই চষো
ডাকলে আমায় হাতটি ধরে
সকল দিব তোমার তরে।
হয়ে যাওনা চশমা চোখের??--হবে নাকি!
ধুরুধুরু কাঁপন বুকের??--দিবে ফাঁকি?
অধরের তিল হবে সুখের?? --নেইতো বাকি!
নিদ্রা হয়ে চোখে আসো
স্বপ্ন নিয়ে মনে ভাসো
ছুঁয়ে দাওনা আমার অধর
বুঝবে তখন প্রেমের কদর!!
নীলাকাশের হবে-অভ্র?--আমার জন্য?
কালো নয় শুধু নীল শুভ্র?--হবো ধন্য!
রাত আকাশে হবে ধ্রুব??--বা অরণ্য?
ঘুড়ি হবে নাটাই বিহীন?
হারাবে কি বুকের গহীন
উড়তে পারো বুক আকাশে
কিংবা মনের আশেপাশে।
তুমি আমার ভালবাসা!--স্বপ্ন হবে?
তুমি আমার আলো আশা!!--জেগে রবে?
অথৈ প্রেমের সর্বনাশা!!--তাই হও তবে?
হতে পারো প্রজাপতি
করবো নাকো কোনো ক্ষতি
উড়ে বসো চোখের পাতায়
কাব্য হয়ো মনের খাতায়।
পাখি হবে আমার তুমি?-নরম পালক!
ছুঁয়ে দিবে পালক ঠোঁটে?-অবুঝ বালক!
হও না বাপু আমার তুমি-প্রেমের চালক।