©কাজী ফাতেমা ছবি
স্বাধীনতা মানে কি তবে এই-জঙ্গীর কবলে বাংলাদেশ
স্বাধীনতা মানে কি তবে এই-সর্বত্র কেবল আতংকের রেশ!
স্বাধীনতা বুঝি- নেতাদের মুখের হড়বড় মিথ্যে বুলি
স্বাধীনতা মানে কি- দেশজুড়ে সন্ত্রাসীরা খেলে রক্তের হুলি!
স্বাধীনতা বলতে কি - সত্যের পথগুলো হয়ে গেলো রুদ্ধ
স্বাধীনতা হায়- দূর্নীতির কবলে পড়ে হলো ফের অশুদ্ধ!
স্বাধীনতা তোর জন্মদিনে-টিভিতে দেখি শংকার লাইভ
স্বাধীনতা কি তবে থাকবে নিভৃত্তে চুপচাপ মনের আর্কাইভ!
স্বাধীনতা এখন যেনো- তিলকে মুহুর্তেই বানানো তাল
স্বাধীনতার আঁচলে মাথা রেখে কারা চালায় দেশ ধ্বংসের কূটচাল?
স্বাধীনতা তুই সাতচল্লিশের মধ্য বয়স্ক এক বুড়ো জুজু
স্বাধীনতা তুই যেনো আজ নত দাঁড়িয়েছিস রুগ্ন কুঁজো!
স্বাধীনতা তোর বুক যেনো আজ অশুভ শক্তির বিচরণক্ষেত্র
স্বাধীনতা, হারানো স্মৃতি বুকে আজো মা বোনদের ভেজা নেত্র!
স্বাধীনতা তোর পিঠে এখনো পতপত ওড়ে লাল সবুজের পতাকা
স্বাধীনতা মা বোনের ইজ্জতের বিনিময়ে তোর বুকেই ছিল স্বপ্ন রাখা!
স্বাধীনতা তোর জন্মদিনে কেনো তবে - রক্তে ভাসে দেশ আমার
স্বাধীনতা তুই বুঝি হলি আত্মঘাতি - এ দেশ কি তবে জঙ্গীদের খামার!
স্বাধীনতা তুই তো আজ সাংবাদিকদের মুখের মিছে কথার ফুলঝুড়ি
স্বাধীনতা তুই স্বেচ্চাচারীদের আকাশে ওড়া নাটাই ছেঁড়া ঘুড়ি।
স্বাধীনতা তুই জঙ্গী জঙ্গী নাটক-আইএস বুঝি তোর নায়ক
স্বাধীনতা তুই টক শো, রিয়েলিটি শো, লাইভে হেঁড়েগলার গায়ক।
স্বাধীনতা এখন তুই প্রশ্নপত্র ফাঁস নামের মেধার কলংক
স্বাধীনতা তুই রাজনীতির প্যাঁচ খেলানো এক জঠিল অংক।
স্বাধীনতা তুই আধাবুড়ো যুবক, পড়েছিস আজ মাটিতে নেতিয়ে
স্বাধীনতা আর ধরবি না দেশের হাল টগবগ রক্তে বুক'টা চেতিয়ে?
স্বাধীনতা তোর জন্মদিনে কেক কাটা হলো জঙ্গীর আতশ ফুটল
স্বাধীনতা তোর জন্মদিনে স্টবেরি রক্ত রঙ কেক কিছু মানুষের জীবনে জুটল।
স্বাধীনতা জানিস আবারো চাই সন্ত্রাসীদের কবল হতে দেশের স্বাধীনতা
স্বাধীনতা চাই সকল অশুভ শক্তি ওড়ে যাক বৈশাখী ঝড়ে, ঘুচে যাক সব দৈন্যতা।
স্বাধীনতা তোর আঁচলেই হোক আবার নির্ভয়ে বেঁচে থাকা
স্বাধীনতা তোর বুকেই হোক আপামর জনতার নির্ভয়ে স্বপ্ন আঁকা!