শ্রাবণের এই রাতের বেলা
ঝরছে বৃষ্টি অঝোর ধারায়
গাছের পাতায় বৃষ্টির খেলা
হারায় আমার এ মন হারায়!
কলাপাতা ছুঁয়ে ছুঁয়ে
ঝরছে বৃষ্টি টাপুর টুপুর
ধূলো ময়লা ধুয়ে ধুয়ে
বৃষ্টি পড়ছে পাতার উপর।
বৃষ্টির ফোঁটা নিয়ন আলোয়
রঙধনু রঙ আলো ছড়ায়
ঘুমের রেশ যে আলুথালুয়
চোখের পাতার আরাম গড়ায়।
বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
আমার জানলার রূপার কাঁচে
মন শহরে ঘুমের ঘরে
ঘুমাতে যে খুব মন যাচে।
ঘুমের বৃষ্টি ঝরুক চোখে
হিমেল স্পর্শ চোখের পাতায়
কি আনন্দ দেহ সুখে
ঘুমাক সে জড়িয়ে কাঁথায়।