লিমেরিক-৮৬ (গোলাপ বানু)
দেশে যেনো তৈরী হয় এমন হাজারটা গোলাপ বানু
পুরুষশাসিত সমাজে নারী হয়না যেন্ নতজানু
চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ালে
বিপদে সাহায্যের হাতটি বাড়ালে
সম্মান নিয়ে বাঁচবে নারী সমাজে কথাটা জানো?
(Tuesday, 25 November 2014 at 20:38)
http://www.prothom-alo.com/…/%E0%A6%85% … %A6%A8%E0…
লিমেরিক-৮৭ (আলোচনা-সমালোচনা)
আলোচনা সমালোচনায় ভরারে এ দেশ
কাজের কাজ রেখে তারা অযথা ছিঁড়ে কেশ
ভাল কাজের সাথে নেই কেউ
হেন্ তেন্ বলে শুধু ঘেউ ঘেউ
বিপদে পেছনে থেকে বলে যায় বাহ বেশ বেশ।
(24 November ২০১৪ at 19:47)
লিমেরিক-৮৮ (বাংলাদেশ-জিম্বাবুয়ে)
সাবাস সাবাস মুশফিক সাকিব সাব্বির বাংলাদেশ
জয়রথে হাল ধরে দিয়ো ফের খুশির সন্দেশ
বাঘের বাচ্চারা এগিয়ে যাও
হাল ধরোরে যদি ডুবে নাও
স্বদেশ থেকে ট্রফি যেন্ না নিয়ে যায় ভীন দেশ।
(23 November ২০১৪ at 21:14 )
লিমেরিক-৮৯ (অবৈধ পথে বিদেশ পাড়ি)
স্বেচ্ছায় অবৈধ পথে হতে যাও কেন্ পাচার ১৩
শুদ্ধতার পথ ছেড়ে সে জীবন কি হয় বাঁচার ১৩
মালয়শিয়ায় স্বপ্ন কুঁড়াতে ৯
নাকি নিজেকে চাও পুঁড়াতে
তবে কেন্ যাওনা মেনে আইনের নিয়ম আচার!
(22 November ২০১৪ at 22:42)
লিমেরিক-৯০ (স্বর্ণখনি)
দেশের মাটিতে নাকি স্বর্ণের খনি গেছে পাওয়া
কোন মাটিতে কোনসে স্থানে কভু যাবে কি যাওয়া
স্বর্ণখনি তো বিমান বন্দরে
স্বর্ণ যাবে কোথায় কার অন্দরে
স্বর্ণ বিস্কিট ক্ষমতালোভী খেয়ে করে হাওয়া।
(21 November ২০১৪ at 21:35)