১।
সব কিছুই মিছে মনে হয়
শরীরে বাসা বাঁধলে রোগ
এক সেকেন্ডের নাই ভরসা
মিছাই আনন্দ বিলাস ভোগ।

২।
হা হুতাশ আর চোখে জল
না পাওয়ার বেদনা
পেলে পাবে, না পেলে
অযথাই কেঁদনা।

৩।
চোখ মুদি ভেবে দেখ মন
কিযে নেই রে তোমার
চারপাশে খোদার নেয়ামত
সুখ আছে বেশুমার।

৪।
দীন ভুলে হায় দিনের মায়ায়
আঁকড়ে আছি গো এ দুনিয়া
শূন্য হাতেই যেতে হবে
যবে উড়বেরে মন মুনিয়া।

৫।
দুনিয়ার কাজ করতে গিয়ে
ধন সম্পদ জমিয়েছি প্রতুল
পরকালের ঝুলি শূণ্য
বেলা শেষে হয়েছি বাতুল।

৬।
আশে পাশে যা আছে
আমার তো ছিল সবই
তবে যে শূন্য হাতে
অথৈ জলেতে ডুবি।

৭।
টাকা আছে ধন আছে
কাছে প্রিয়দের পাই
সুখ দিনে সবাই সবার
দু:খের দিনে তো নাই।

৮।
জেনে বুঝে পাপ করি
হাসতে, চলতে ও বলতে
মাফ যদি না পাই তবে
দোজখে হবে জ্বলতে।

৯।
কথায় কথায় কত যে পাপ
করে যাইরে অবিরত
হিসাব করে বলো কথা
ভুলে মন্দ কথা যত।

১০।
কত গুনাহ্ করছি প্রভু
মাফ চাইগো আজ তোমার তরে
সঠিক পথে চালাও তবে
হেদায়েত দিয়ো মন ঘরে।