শ্যাওলা জমে মনের মাঝে
শ্যাওলা জমা কার্নিশ
মনের ঘরে ঘুরে কে রে?
আমায় জ্বালায় অহর্নিশ।
মনের ঘরের জানালাতে
রঙ্গিন পর্দা ওড়ে
ছিঁড়ে যায়রে সাধের পর্দা
দমকা বায়ের তোড়ে।
এলোমেলো পড়ে রইল
মনের ঘরবাড়ির সব
উদাস নয়নে চেয়ে রই
বন্ধ সব কলরব।
দিনের আলো উপছে পড়ে
ঘরের ঐ মেঝেতে
একা রেখে পারলো কেমনে
ছেড়ে আমায় যেতে।
ধূলো বালি চোখে এসে
বানালো যে বাসা
বারি ঝরে অঝোরে হায়
বুক ভরা হতাশা।
বসে ছিলাম চুপটি করে
একাকি আনমনে
লন্ড ভন্ড হলো মনঘর
শুধু তারই ধ্যানে।
ঋতু যায় ঋতু আসেরে
পাতা ঝরে শীতে
মনের ঘরে একা আছি
বন্ধুর প্রতিক্ষাতে।