মন কথনিকা—১৬
—————-
বিকেলটা আজ লাগছে বেশ, বইছে বাতাস মিষ্টি
একটু এসে দাঁড়াও জানালায়, বাইরে রাখ দৃষ্টি
দেখ! নীল আকাশে পাখিরা স্বাধীনতায় উড়ছে
মনটা তাই তোমায় নিয়ে সাদা মেঘে ঘুরছে।
(7 September 20141 at 9:29)
মন কথনিকা—১৭
——————————
তোমার ঝাঁঝাঁ রোদাকাশে আমি হব সাদা মেঘের ভেলা
হাতটি ধরে হাতে, ভাসব দুজন; খেলব প্রেমের খেলা
দহন জ্বালা মুছে দিব এসো প্রিয় করোনা আমায় হেলা
নীল আকাশে ভেসে সুরের অনুরণনে কাটাব এ বেলা।
(13-09-2014)
মন কথনিকা-১৮
—————————–
ভালবাসলে কভু স্বার্থটা ত্যাগ করো অন্তর থেকে
আঘাত লাগলে সমাধান করো হাতে হাতটা রেখে
ভালবাসলেই যদি তবে ভুল বুঝে কেন দুরে যাবে
দুরে গেলেই কি বল সব সুখ-শান্তি ফিরে পাবে?
http://ghuriblog.com/wp-content/uploads/2014/11/546d6ce6e698d.gif
মন কথনিকা—১৯
উদ্দেশহীন খামে,তোমার নামে দিলাম বন্ধু;একখান উড়ো চিঠি
হাতে যদি পাও, সময় করে চিঠির পাতায় বুলিয়ো একটু দিঠি
এখনো কি তুমি! সুন্দরী ললনাদের দেখলে ঠোঁটে বাজাও সিটি
কেমন আছ, কোথায় আছ খবর দিও-নিও; ইতি, তোমার মিঠি।
(10-09-2014)
মন কথনিকা—২০
ভালবাসার এই ছোট নীড়ে এত ঝগড়াবিবাদ কিসে?
শুধুশুধু বেজার মুখে চাপটা বুকে মনটা ভরে বিষে!
তারচে চল ঝগড়া ভুলে কিছুক্ষণ ভালবাসায় মাতি
ভালবাসায়-মন্দবাসায় কেটে যাবে এসব দিনরাতি।
(12-09-14)