উড়তে ইচ্ছে করে আমারও
ধূলো উড়া সন্ধ্যায়;
লালাভ আকাশের সীমান্তে।
কিভাবে পৃথিবী আঁধারে ঢেকে যায় ধীর গতিতে…
সবুজের উপরে উঠে দেখার বড় স্বাধ;
নীড়ে ফেরা মানুষগুলো আস্তে আস্তে
কালোর মাঝে নিশ্চিহ্ন হয়ে যাবে,
দৃষ্টিজুড়ে শুধু হবে কালো আর কালো।
উড়তে উড়তে সোনালী ডানার চিলের সাথে হবে বন্ধুত্ব…
পথহারা আমাকে পথ দেখিয়ে ফিরিয়ে দিয়ে যাবে গন্তব্যে,
ঘরে ফেরার আনন্দে বিভোর হয়ে হয়তো উড়ার স্বাধ যাবে উবে।
পাখি যেমন নীড়ে ফিরে অব্যক্ত তৃপ্তি
তার বাচ্চাদের মাঝে বিলিয়ে দেয়
তেমনি প্রতিটি মানুষেরই তার নীড়ই যেমনই হোক,
স্বর্গ কি-বা নরক।
শত লাঞ্ছনার মাঝেও ফিরে পায় এক চিলতে সুখ;
বাড়ি, নীড়, আবাস সেতো নিজের মাথা গুজার ঠাঁই…
উড়তে স্বাধ জাগে সবারই,
মানুষরা উড়তে পারে না!
আমি মানুষ,
আমার আছে অনুভূতি, রাগ, অভিমান
ভালবাসা, স্পর্শ, সুখ, উপলব্ধি,
যাদের উড়ার ক্ষমতা আছে,
তারা অনুভবই করতে পারবে না এসব!
কি যে আত্মতৃপ্তি বেঁচে থাকার,
(24 August 2014 at 22:19)