এই চলো-না ঘরের বাহির
কিংবা বাসার ছাদে,
এই আষাঢ়ে ভিজতে আমার;
মন যে বড়ো কাঁদে।
এই শহরে যায় না ভেজা
লজ্জা লজ্জা লাগে,
থাকলে তুমি সাথে আমার;
লজ্জা শরম ভাগে।
একা ভিজলে লোক তাকাবে
বাঁকা মুখে হাসবে,
সেই হাসিতে কষ্টে আমার;
ইচ্ছেগুলো ভাসবে।
তাই কি তুমি চাও বলো-হুম
কষ্ট লাগুক বুকে,
চাইলে তুমি কষ্টগুলো;
রাখতে পারো রুখে।
আমায় নিয়ে চলো তবে
ফাঁকা পথের বাঁকে,
যেথায় আছে খাল বিল ডোবা;
ব্যাঙ’রা যেথায় ডাকে।
ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ শুনতে
মনটা উছলে উঠে,
চাও কি তুমি এই আবেগীর;
মন যাক কষ্টে টুটে?
তাকিয়ো না এমন করে;
মুখটি করে কালো,
কথা আমার রাখবে জানি;
তুমি বড় ভালো।