ফিরে যাবে এখান থেকে
নিঃশ্বাস যখন থামবে
যমে এসে টানলে জান'টা
কষ্টে তখন ঘামবে!
কি ভেবেছো থেকে যাবে
এখান'টাতে এসে
পাপের মাঝে থাকবে ডুবে
রঙ তামাশায় হেসে!
মেয়াদ যেদিন হবে ইতি
এই দুনিয়ার মাঝার
পারবে নাকো থাকতে হেথায়
চেষ্টা করলে হাজার!
গায়ের শক্তি যাবে কমে
একদিন ধীরে ধীরে
মনের ভিতর জরাজীর্ণ
ধরবে তখন ঘিরে।
সময় থাকতে নাও নি মুখে
মাবুদ আল্লা’র নাম’টি
বুঝো নিকো যেতে হবে
ছেড়ে ইহধাম’টি।
সারাজীবন নিজের জন্য
খুঁজলে আরাম আয়েস
পূরণ করলে পাপের পথে
নিজের যত খায়েস!
নামাজ রোযার ধার ধারো'নি
গায়ে ছিল শক্তি
দুর্নীতিতে মেতেছিলে
মোহে ছিল ভক্তি!
শিরক বি'দাত কুফর করতে
হও নি পিছ পা কভু
ছিল অঢেল ধন সম্পত্তি
চাইতে আরো তবু!
দিতে হবে জবাব কিন্তু
আল্লাহ্ তা'লার নিকট
বুঝবে তখন জীবন সেথায়
কত'টা যে বিকট!
এসো ফিরে শান্তির পথে
নামাজ রোজা পড়ো
ঈমাণ রেখে আল্লা'র প্রতি
মনের ভিত'টি গড়ো!
আল্লাহ্ নামের তজবি সদা
জপো দমে দমে
সত্য মনে ডাকলে তারে
পাপ'টা যাবে কমে!
পরকালে না চাও যদি
হতে নাস্তানাবুদ
প্রার্থনাতে চাও গো ক্ষমা
ক্ষমা করবেন মাবুদ।