মানুষের ভিড়ে থাকতে ইচ্ছে হয় না আজকাল
একটু চুপচাপ থাকতে বুঝি আমার মন চায় না!
এত কোলাহল,এত হইচই
এত ব্যস্ততায় থেকে থেকে নিজেকেই ফেলছি হারিয়ে,
আচ্ছা! বলোনা; আমিতে যদি আমি না থাকি;
খুঁজে না পাই আমাকে আমি,
রাখব কি করে আমাতে তোমায়?
এত যান্ত্রিকতায় থেকে সব ভুলতে বসেছি
কোন একদিন ঝিরঝিরে হাওয়ায় হেঁটেছিলাম বহুদুর পথ;
তুমি ছিলে পাশে, ধরেছিলে হাত
এলোমেলো চুলগুলো বেহায়া হয়ে
বার বার তোমার ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল;
আঁড়ে আঁড়ে দেখেছি -মৃদু হেসেছিলে তুমি
হাসিতে সুখ ছিল; ভালবাসা ছিল।
বালুচরে বসে দুজন আলাপচারিতায় ছিলাম মগ্ন,
দমকা বাতাসে মাঝে মাঝে বালি ঝড়ে ভিজিয়ে দিচ্ছিল তোমায় আমায়
সেদিন তুমি এক গুচ্ছ কাশফুল দিয়েছিলে আমার হাতে তুলে,
নরম তুলতুলে, শুভ্র কাশফুলের ছোঁয়ায়
আমি হারিয়েছিলাম দূর নীলিমায়....
চোখ বুজে খুশিটা মাখছিলাম গায়ে!
এই ফাঁকে আচম্বিতে ললাটে দিয়েছিলে এঁকে, হাতের ছোঁয়া।
আরও কত কত স্মৃতি তোমাকে ঘিরে,
সব যে ভুলতে বসেছি....
আজ এই অবসর ক্ষনে একাকী কাটাতে চাই একটি প্রহর;
সব স্মৃতি বিজরিত দিনগুলি উড়াতে চাই মুক্ত আকাশে....
নিরিবিলিতে বসতে চাই ছাদের একটি কোণে..
কেউ কি আকাশের কাছাকাছি বাড়ির ছাদের একটি কোণ
আমাকে ধার দিবে...?
December 18, 2013 at 10:55 PM