তুমি জানো না স্বপ্নে মিশে
আছে আমাদের সব না বলা কথা
রাতের আকাশে তারা গুনে
দেখার গল্প জাগে অকারণে।
তোমার চোখে ছায়া দেখে
তুমি যে কি ভাবো মনে মনে
বাতাসের পথে খানিক থেমে
গোপন কথা তবু ধরা পড়ে।
রাত জাগে তারাদের সাথে
তোমার প্রতিটা ফিসফাসে
আমাদের কথা না হওয়া
হৃদয়ের গোপন ভাষা।
তুমি জানোনা কোন মায়াতে
অন্ধকারে পথ খুঁজে পায়
আলো ছড়িয়ে সব স্বপ্নগুলো
তুমি আমায় ভালোবাসো জানিনা।
আমাদের সব না বলা কথা
স্বপ্নের মাঝে লুকিয়ে থাকে
বাতাসে ভেসে মিঠে সুরে
আমাদের প্রেমের সেই ভাষা।