মুখোমুখি দাঁড়িয়ে, দৃষ্টি বিপরীত বিম্বে
তবুও অন্তরালে অন্ত দৃষ্টির বিকিরণ
তোমার আমার স্বপ্নের সংমিশ্রণে।
মুখোমুখি দাঁড়িয়ে,
অন্ত জ্বালা আবরণ সংরক্ষণে
মুখোমুখি দাঁড়িয়ে...
চোখে চোখ রাখা, শত শব্দের আনাগোনা
অপেক্ষার প্রহর বিষাদ বিবরণের।
মুখোমুখি দাঁড়িয়ে,
সম্মুখে অপলক দৃষ্টি নয়ন পানে।
ও দু'চোখে কত ভাষা,
কত মায়া, প্রেম-ভালোবাসা।
স্পর্শহীন ভালোবাসা
দৃষ্টির ছায়ায় চোখের ব্যাকরণের।
ভাষার আদান প্রদান হয় মনে মনে
মুখোমুখি দাঁড়িয়ে
ভালোবাসার অপার সম্ভার ছাড়িয়ে
মুখোমুখি দু'জনা।