রাস্তায় মিছিল চলে
রক্তাক্ত স্বপ্ন নিয়ে,
নির্ভীক কণ্ঠ গেয়ে
স্বাধীনতার গান।
লোকেরা চিৎকার করে
আলোর খোঁজে তারা যায়,
রাত্রিতে ভ্রমণ করে
ভোরের আশায়।
মিছিল থেকে খাঁচায়
স্বপ্নেরা বন্দি হয়,
আলোকিত সেই দিন
কতো দূর আর কতদূর।
যত্নে রাখা আশাগুলো
খাঁচার মতো বদ্ধ,
ওরাও উড়তে চায় এখন
ডানা মেলে মুক্ত পাখির মতন।
রুদ্ধ জীবনে থেকে
বাঁচার আর্তনাদ,
সবাই চায় মুক্তি
স্বাধীনতার স্বাদ।
মিছিল শেষ হয় রাতে
খাঁচায় বন্দী প্রাণ,
আবার স্বপ্ন দেখে
ভোরের আলোয় ফিরবে প্রাণ।