জীবন আজ আমাদের দুঃখ ভরা
জলেতে সব ডুবে যায়
আশার আলো নিভে গেছে
জল আর জল কেবল সানাই।
বৃদ্ধেরা থমকে যায়
বুকেতে চাপা করুণ সুর
শিশুরা কাঁদতে থাকে
চোখে বন্যার দৃশ্য শুধু।
বন্যায় প্লাবিত মাতৃভূমি আমার
কিছুই নেই অবশিষ্ট
জল আর জল কেবল সানাই
কৃষকের স্বপ্ন ভেসে যায় জলে
হৃদয়ে আজ বেদনার ভার।
জীবন দেখি থেমে হঠাৎ
জলেতে সব গেছে ভেসে
ডুবে গেছে আশার আলো,
যেন তলিয়ে যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে,
কেবল জল আর জল
যেন সাগরের কালো ঢল।
কষ্টের নিঃশ্বাসে ভারী আকাশ
মানুষ খোঁজে আশ্রয়,
ঘর-বাড়ি ভেসে যায় জলে
কেবল জল আর জল
শুধু দুঃখের খেলাঘর।
তবু আশা করি আবার
আসবে সোনালী ভোর,
সুখে দুখে আমার সঙ্গী হবো
দেশের মানুষের মুখে হাসি ফেরাবো।