নয়ন মেলে চেয়ে দেখি
দূরে কোথায় আলো জ্বলছে
সেই পথে চলতে হবে
চুপ করে মনের কথা শুনছি

রাতের আঁধারে থাকি একা
আলো এসে কখন ডাক দিল
পথটা সোজা মনে হয়
প্রহরী পাশে তারা কণা উজ্জীবিত।

আসবে আলোর প্রহরী
রাখবে সকল আশা
তারার মেলায় জ্বলবে
নতুন দিনের ভাষা

জ্বলে উঠুক হৃদয় আগুন
জীবনে রঙ ছড়িয়ে দেব
তুমি আমি একসঙ্গে
স্বপ্নের রাজ্যের কথা বলব

আকাশ ভরা মেঘের দল
অগ্রহায়ণে শীতের আলো
তোমার পাশে চলতে চলতে
প্রহরী দেবে আবার আলো।

আসবে আলোর প্রহরী
রাখবে সকল আশা
তারার মেলায় জ্বলবে
নতুন দিনের ভাষা।