তুমি মিথ্যা বলো বারবার
আমি বিষাক্ত রাগে ভরা
নির্ঘুম রাত্রি কাটে কষ্টে
ক্ষণে ক্ষণে চোখ ভিজে যায়।
তুমি মুখোশ পড়ে হাসো
আড়ালে তুমি অন্য রূপে
ভালোবাসার ছলনায় ভরা
আমায় কষ্ট দাও শুধু।
কারণ তুমি অমানুষ
আমার চোখে জল
বুঝো কতো কষ্ট
কারণ তুমি অমানুষ
তুমি অমানুষ
তোমার ছলনায় ভেঙে যায় স্বপ্ন
আমি আজও কাঁদি
তুমিই অপরাধী
তারপরে ও আমি বাঁচি
আশায়।
তুমি কি জানো কতো ব্যথা
তুমি কি শুনো হৃদয়ের ক্রন্দন
তুমি কি দেখো চোখের জল
কারণ তুমি অমানুষ
তুমি তো অমানুষ।
ফিরে এলে না গেলে একা ফেলে
তবুও মনে গাঁথা কষ্ট অবিরত,
তুমি তো অমানুষ তাই রয়ে যাও
আমার ব্যথাগুলো তুমিই নাও।
কারণ তুমি অমানুষ
তুমি অমানুষ।