আবার উৎসব হবে
কোনো এক পৌষের সকালে,
আবার বসতি জাগবে
নতুন কোলাহলে,
ঘাসের বুক ছুঁয়ে
হাসবে শিশির কণা,
সেদিন তুমি আসবে বেড়াতে বন্ধু
সাজিয়ে রাখবো আমার কুঁড়েঘর আস্তানা।
পিঠা পুলির মৌ মৌ গন্ধ
সাথে খেজুরের পায়েসের বাটি,
উঠানে ছড়ানো ধানের খর
মাদুরের মতো ছড়ানো আঁটি আঁটি,
ঘরের কোনে শিউলি গোলাপ আর গাঁদা ফুল
হিমেল বাতাসে দুলবে আর হাসবে
বকুল ঘাসফুল,
সেদিন তুমি আসবে বন্ধু আমাদের পাড়াগাঁয়
তোমাকে বরণ করতে আমরা থাকবো অপেক্ষায়।
কতদিন গেছে
আমাদের হয়নি উৎসব,
বর্গীর হানায় থেমে গেছি আমরা
নিথর নীরব,
ডিঙির তলায় ধরেছে উঁইপোকা
মুছে গেছে রং ছিলো যতো আলপনা আঁকা,
তুমি এলে
আবারো আমরা উঠবো মেতে
ধান ও সব্জির খেতে,
তুমি এসো বন্ধু আমাদের লোকালয়ে
তুমি আসবে বন্ধু, আছি তাই পথ চেয়ে।