তুমি আসবে বলে
ছোট্ট একটা কবিতা লিখেছিলাম
ছন্দহীন একদম গদ্যে ,
মনের আকুতি
মনের ব্যকুলতা
লিখাতো যায় না পদ্যে।

তুমি আসবে বলে
আমার বারান্দার টবে
ফুটেছে হাস্না হেনার হাসি ,
মৌ মৌ গন্ধে
ভরিয়ে দিয়েছে মন
শিউলি ফুলের রাশি।

ঘরের কোনে
কবুতর দুটি
রয়েছে তাকিয়ে আরে,
চুড়ুই গুলিও
ব্যস্ত কম নয়
খুব ছোট সংসারে।

সন্ধ্যা হলে
ঠাকুর ঘরে
প্রাণ ভরে সে কি প্রার্থনা,
খানিক জলে
ডানা ঝাপটিয়ে পাখিরা
শেষ করে দিবসের লেনাদেনা।

সাদা বকগুলি
উড়ে চলে যায়
বিরামহীন তাদের ডানা,
কোথা বাড়িঘর
জানে ঈশ্বর
তেপান্তরে খুঁজে নিবিড় ঠিকানা।

আলো আধার
যখনি আসে
জোনাকিরা জ্বালে মিটিমিটি আলো,
কারে যেন খুঁজে
কোন সে প্রেয়সী
অলক্ষে যারে বড়ো বেসেছিলো ভালো।

অতঃপর
দিবানিশি কাটে
ভ্রম ও বিভ্রাটে
অপেক্ষা হয়না ইতি ,
অনেক আসার
চিতায় দাঁড়িয়ে
শুন্যে শুধু দুহাত বাড়িয়ে
কে যেন গেয়ে যায় বিরহের গীতি।