কথা ছিলো, কথা হবে
দেখা হবে কোনো একদিন,
সে আশার বৃক্ষ আজ
ডালপালা মেলে
নীল আকাশ ছুঁই ছুঁই করছে।
কর্মবিপাক আর
বাস্তবতার পিঠে সোয়ারি হয়ে
ছুটে যেতে যেতে
ধূসর গোধূলি হাতছানি দেয় প্রায়শই,
তবুও -
পাথরের বুকে শিউলি ফুটাবো বলে
অন্ধকারেও পথ চলি এখনো
বেলা অবেলায়।
মাঝে মাঝে
বিষণ্নতা হাতছানি দেয়
দুর্বিপাকেও ডাল ধরে আত্মরক্ষার জন্য
ভরসার স্থল খুঁজি,
বিপন্ন হবার আগে
গভীর বিশ্বাস ধরে
জীবনের খরস্রোতে গা ভাসিয়ে দেই
নিরাশার মাঝেও
আশার স্বপ্ন দেখি।
হে আমার মহাজীবন
ভুল করে পাওয়া অপ্রাপ্য পারিতোষিক হাতে
জীবনের হিসেব মিলাই,
সঞ্চয়ের খাতা খুলে
অনেক সংখ্যার ভিড়ে
প্রাপ্তিকে ধরে রাখি
একান্ত সঞ্চয় বলে।
সময় বয়ে যায়
উদ্ভট ঘোড়ার মতো দৌড়ে
ক্লান্তিহীন পথ চলা অসীমান্ত পথে,
আকাশ তাকিয়ে থাকে
মেঘ বালিকাও স্বপ্নের ভেলা ভাসায়
অবুঝের মতো।
অবশেষে, প্রত্যাশার জাল কেটে
স্বপ্ন বেড়িয়ে আসে
অসীম শূন্যে বিলীন হয়ে যায়,
এ বিশাল আকাশ
আমার স্বপ্নকে বুকে আঁকড়ে আছে
অনাদিকাল ধরে।
কথা দিয়ে কেউ কথা রাখেনি,
তাই -
অবিশ্বাস আর কষ্টকে
মেঘের হাতে তুলে দিয়ে
বরং এখন বেশ ভালো আছি,
শিউলি............
তুমিও ভালো থেকো।