তোমাকে অনেক বলার ছিল
আমি বলতে পারিনি ,
তোমাকে অনেক দিবার ছিল
আমি দিতে পারিনি ।।
দাঁড়িয়েই ছিলাম সেই বিকেল থেকে
তোমার আসা পথে,
নিয়ে ভালোবাসার নানা উপহার
ভরা ডালা হাতে ।।
হয়তো বা অনেক চোখ আড়াল করে
তুমি পথ খুঁজে পাওনি,
হয়তো বা ভুলেই ছিলে আমার কথা
মনেই তুমি রাখনি ।।
নিশি জাগা তারার মত মিটি মিটি জ্বলছি
তোমার আসার পথে চেয়ে,
হয়তো বা হারিয়ে যাবো দূর অস্তলোকে
শূন্যতার সিঁড়ি বেয়ে ।।
অজানার পথে চলে যাবো কোন একদিন
তোমার যন্ত্রণায় ছটফট করে,
মনে তুমি রাখনি আমায় ভুলে গেছো চলে
কষ্ট দিয়ে হৃদয় পূর্ণকরে ।।