আপনি মহারাজ
আমি শুধুই আজ মুজুর,
দিনমান ধরি যতোই কাজ করি
কিচ্ছুই হয়না
অবনত হয়ে যদিনা বলি হুজুর হুজুর।
আমি একান্ত অধম
আপনিই ঈশ্বর পরম
দেবতা রূপে অবতার,
আপনি যা বলেন
যে পথেই চলেন
কিছুই বলার নাই আমার অধিকার।
সূর্য্যের আলো আসুকনা ঘরে
হউকনা যতোই ভর দুপুর,
বেলা গড়িয়ে সন্ধ্যা নামুক
আপনি জাগিলেই তবে
রাত হবে ভোর।
গণিতের স্যারের কি সাধ্য আছে
আপনার অংকে ধরে ভুল,
সাতে আর পাঁচে চৌদ্দই ঠিক
বেঠিক তাতে হবেনা একচুল।
ঝড় আসে আসুক আপনি বললে
তবেই সেটি হবে ঝড়,
না হয় সেটি বসন্ত বাতাসই
উড়ে যাকনা সমস্ত বাড়িঘর।
আপনি মহারাজ
আমার একটাই কাজ
সারাক্ষন বলতে হবে ঠিক আছে
আপনার সবই ঠিক,
আপনার কীর্তনে মুখরিত করে
তাই ছড়িয়ে রাখি চতুর্দিক।