তুমি আমার গানের স্বরলিপি,
মনছোঁয়া এক সুরের দ্যুতি।
তোমার ছোঁয়ায় জাগে যে ভাষা,
হৃদয়ে বাজে অনন্ত আশা।
তুমি আমার নির্জন রাতে,
চাঁদের আলো স্বপ্নের পাতায়।
তোমার ছায়ায় গড়ে নিই ঘর,
নিবিড় প্রেমের একান্ত বঁধুর।
তুমি যদি দূর আকাশ হও,
আমি হবো মেঘের কণা।
তোমার বুকে ঝরব চুপে,
স্নিগ্ধ ধারায় ছড়াব সোনা।
তুমি আমার পথের আলো,
অজানা গাঁথা গানের কাহন।
তোমায় পেয়ে স্বপ্ন বুনি,
তুমি আমার প্রাণের বাঁশি।