মুজিব তুমি আছো, আমার অস্তিত্ব জুড়ে
আমার আলপনা মাখা কল্পনায়
ভোরের নতুন সূর্য হয়ে ।।
মুজিব তুমি আছো, আমার মনের মন্দিরে
আমার রক্তের কণায়,কণিকায়
নতুন প্রাণের বীজ হয়ে ।।
মুজিব তুমি আছো, আমার আঙিনা ভরে
আমার আশা স্বপ্নময় ভালোবাসায়
হাজার স্বপ্নের বাস্তবতা হয়ে ।।
মুজিব তুমি আছো, আমার কবিতার পাতা ভরে
আমার হৃদয়ের মধ্যে ভাবনায়
মন ও মননের স্বাধীনতা হয়ে ।।
মুজিব তুমি আছো, আমার কল্পনা জুড়ে
আমার সমস্ত কলেবরে চিন্তায়
প্রস্ফুটিত ফুলের সৌরভ হয়ে ।।