কেউ কথা রাখে কেউ রাখে না
এ দুয়ের দোলাচলে জীবন বয়ে যায়
অসীমান্ত অজানার পথে ,
কারো বারান্দায় শিউলি হাসে
কারো বারান্দায় শিউলি ফুলের পাপড়ি ঝরে যায়
__ এই তো জীবন।
তুমি বলেছিলে কথা রাখবে ,
_ কই ?
সময়ের ঘড়ির কাটা ক্লান্তি হীন হেটে গেলো সময়ের পথে
আমি তার ধূসর যাত্রা পথের দিকে তাকিয়ে
সুদূর ঠিকানা কে খুঁজে বেড়াই
অবেলার সানাইয়ের ক্রন্দনে
বিশ্বাসের হাত ধরে ভাঙা দেয়ালে নুয়ে আছি
আর ভাবছি
কথা রাখা সত্য ই এক কঠিন কাজ।
সমাজের শাণিত খর্গে মাথা রেখে
বেঁচে থাকার প্রত্যয় অনেকটাই অকল্পনীয় ,
তবুও,,,,,
তুমি সাহস করে বলেছিলে কথা রাখবে ,
সানাইয়ের কান্নায় এক নদী জল বয়ে গেলো
হৃদয়ের এ কুল ও কুল প্লাবিত হলো
হাল ভাঙা ডিঙি র একপাশে কিনারায় বসে
বুক ধরে বসে ভাবছিলাম
_ তুমি কথা রাখতে পারলে না !!
এমনই হয়, এটাই সময়ের সত্য
জীবনের কঠিন রসায়ন।
বর্ষার প্রচণ্ড স্রোতের টানে চিরতরে অনেক কিছুই
হারাতে হয় অনেককেই ,
জীবন? সেতো বালি চরে বসতির মতো
প্রত্যাশা আর প্রাপ্তি র অংক সামঞ্জস্য তা হারায় ,
তাইতো কষ্টেরা রাত গভীরে উঁকি দিয়ে শুনে যায় __
আহত হৃদয়ের কল্লোলিত কান্না ,
অসমাপ্ত উপাখ্যান অবহেলায়
টেবিলে পরে থাকে অযত্ন অবহেলায়
কথারা শুধুই কথা হয়ে থেকে যায়
__ আজীবন।