জয়ের নিশান উড়ছে আজি
আমাদেরই মন আকাশে,
কষ্ট যতো সব ভুলে যাবো
বিজয়ের সুর ছড়াবো মুক্ত বাতাসে ।।
দুঃখের পরে সুখ আসে ভাই
ভুলে গেলে চলবে না,
যুদ্ধে যখন নেমেছি আজ
জয় না নিয়ে ছাড়বো না ।।
ধৈর্য ধর সাহস রাখ মনে
বিজয় আমাদের হবেই,
আস্থা রাখ নিজের প্রতি
জয়ের নিশান উড়বে ই ।।
ছড়িয়ে গেছে দাবানল চারিদিক
কষ্ট লাঘব হবে একদিন,
পিছে লোকে কিছু বলে বলবে ই
আসবেই আমাদের সুদিন ।।
একি পথের পথিক মোরা
সামনে যাবো এগিয়ে,
হাতের মুঠোয় জয়ের নিশান
চারিদিকে আজ দিব উড়িয়ে ।।
আমরা সবাই নবীন যোদ্ধা
সুর তুলেছি একসাথে,
ভয় কে জয় করে এগিয়ে যাবো
শপথ নিলাম তাই বিজয়ের নেশা তে ।।