এত সব যাচ্ছে কোথায়---
দিন চলে যাচ্ছে, রাত শুরু হয়ে যাচ্ছে
সময় চলে যাচ্ছে, পৃথিবী ক্ষয়ে যাচ্ছে
মানুষ মরে যাচ্ছে, সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে
নদী মরে যাচ্ছে, ফুল ঝড়ে পড়ে যাচ্ছে।।
এত সব যাচ্ছে কোথায়---
পাখি গান গেয়ে যাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে
ভালোবাসা হারিয়ে যাচ্ছে, কষ্টে হৃদয় ভরে যাচ্ছে
জীবন থেমে যাচ্ছে, স্বপ্ন-স্বপ্নই থেকে যাচ্ছে
বর্তমান অতিত হয়ে যাচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে।।
এত সব যাচ্ছে কোথায়---
ঝড় বয়ে যাচ্ছে, বৃষ্টি ঝড়ে যাচ্ছে
ঝর্না গড়িয়ে যাচ্ছে, সাগর শুকিয়ে যাচ্ছে
যুদ্ধ লেগে যাচ্ছে, কথা বলে যাচ্ছে
চিৎকার শুনা যাচ্ছে, মানবতা বিলুপ্ত হয়ে যাচ্ছে।।
এত সব যাচ্ছে কোথায়---
কবিরা লিখে যাচ্ছে, পাঠক পড়ে যাচ্ছে
কলমের কালি শেষ হয়ে যাচ্ছে, ডায়রী ভরে যাচ্ছে
জেলেরা মাছ ধরে যাচ্ছে, বিরহের বীণা বেঁজে যাচ্ছে
কপোত-কপোতী কথা বলে যাচ্ছে, অভিমান করে যাচ্ছে।।
এত সব যাচ্ছে কোথায়---
হারানোর বেদনা নিঃশেষ করে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে
মৃত শরীরের গন্ধ ছড়িয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে
মেঘ ভেসে যাচ্ছে, স্মৃতিগুলো মিলিয়ে যাচ্ছে
সবাই চলে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে কোথায় যাচ্ছে।।