কোথায় চলেছো মাঝি
ছোটো যে তরী,
ঢেউ যদি ভেঙ্গে দেয়
তরঙ্গে আছাড়ী।
ছিড়ে ফেলে পাল যদি
ভেঙ্গে ফেলে হাল,
উপায় কি হবে তোমার
নদী যে উত্তাল।
কোথা তুমি যাও বেয়ে
আকাশ যে মেঘলা,
অকূল দরিয়ার মাঝে
যদি ডুবে বেলা।
কি আছে ভরসা তোমার
আছে কিরে কড়ি,
সাথে কি নিয়েছো কিছু
দিবে যদি পাড়ি।
নাকি তুমি ভুল করে
পথ গেছো ভুলে,
হারিয়ে দিশা তাই
ভাসিছ অকূলে।
মনে কি পরেনি আগে
দিতে হবেই পাড়ি,
খড় স্রোতে টানাটানি
থাকবেনা দিশারী।