এই পৃথিবী ঘুমায় যখন
তোমায় আমি ডেকে আনি কাছে
বসিয়ে পাশে ছুঁয়ে তোমায় দেখি ,
রং তুলি নেই তবুও বসে
তোমার ছবি ই আঁকি।
সে ছবিতে ঠোঁট টি তোমার
গোলাপ ফুলের পাপড়ি হয়ে হাসে
আমি শুধুই অবাক চেয়ে রই ,
মনে মনে ইচ্ছে করে
প্রশ্ন করি
এমন সুন্দর ঠোঁটের বাহার পেলে তুমি কই ?
তুমিও তখন লাজুক হয়ে থাকো
আমি তোমার কালো চুলে হাতটি বাড়াই তবে
সিথেয় খুঁজি লুকিয়ে রাখা
সাত রাজার ধন মানিক ,
ধীরে ধীরে রাত বেড়ে যায়
কে যেনোগো চোখের সামনে টানে কালো চাদর
ভালোবাসা আঁধার ভালোবাসে
স্বপ্ন দিয়ে সাজিয়ে তুলি আমার মনের বাসর।
কাছে তুমি নেইকো ঠিকই
তবুও তোমায় ডাকি আমার কাছে
হাত বাড়িয়ে পাই না হাতে
কোথায় তুমি লুকিয়ে থাকো জানি ,
কল্পনা তে নিত্য তোমায় পেয়ে
অনেক আশায় দেই ডুবিয়ে
আমার পরানখানি।
এমন করেই রাত কেটে যায়
ঘুমের ঘোরে ভুলে
নাকে এসে দেয় বুলিয়ে
যা ছিল গো সুবাস তোমার চুলে ,
এই পৃথিবী যখন জেগে উঠে
আবার তুমি যাও গো জানি কোথা ?
ঝরা পাতার শব্দ শুনে তাকিয়ে আমি থাকি
এই বুঝি গো এলে।