কি ছিলে আমার, বলো না তুমি,
একখণ্ড আকাশ, নাকি জলরাশির উর্মি?
একটা নিশ্বাস, যে ছিল মেঘলা,
নাকি নীরবতার মাঝে হারানো গোধূলি বেলা?
কি ছিলে আমার, বলো না তুমি,
শরতের হাওয়া, নাকি কুসুমের সুগন্ধি?
অস্পষ্ট স্পর্শে ভরা এক স্মৃতি,
নাকি চোখের কোণে জমা অশ্রুর
প্রতিটি কণায় ভিজে যাই প্রতিদিনই?
কি ছিলে আমার, বলো না তুমি,
সুরের মতো বাজিয়ে দিলে মন,
নাকি মৌনতায় গড়া এক বাঁধন,
যেখানে শব্দ নেই,
তবু বোঝা যায় সবকিছু নিরন্তর?
কি ছিলে আমার, বলো না তুমি,
বিষণ্ণতার মাঝে এক টুকরো আলো,
নাকি প্রতিশ্রুতির আড়ালে লুকানো
কোনো ভালোবাসার অমৃত পরশ।
যার প্রান্ত আজো ছুঁইনি,
তবু যার ছোঁয়া অনুভব করি
হৃদয়ের গহিন প্রান্তরে?