এ কেমন অভিমান জমিয়েছো বুকের ভেতর,
চোখের গভীরতায় দেখা যায় শুধু নীরব কষ্টের ছায়া।
শব্দহীন সেই কথারা
কেন যেন ছুঁয়ে যায় হৃদয়ের প্রতিটি কোণ,
তুমি কি জানো প্রিয়,
তোমার অভিমান ছড়িয়ে পড়ে চারপাশে
কেমন এক অব্যক্ত শূন্যতা নিয়ে?
কেন এমন করে গেলে দূরে?
শুধু তোমার ছায়া পড়ে থাকে ঘরের প্রতিটি কোণে,
মনে হয় যেন কিছু কথা অজানা রয়ে গেছে,
যা বলা হয়নি তোমার ঠোঁটে,
শুধু চোখের নীরব ভাষায়
আমাকে করে তুলেছে অস্থির।
তোমার অভিমান কি এতো গভীর?
যেখানে পৌঁছানো যায় না সহজে?
আমার হাত বাড়িয়ে দিতে ইচ্ছে হয়,
তোমার এই অভিমান ভেঙে দিয়ে
আবার কাছে টেনে নিতে,
আবার ফিরিয়ে দিতে সেই পুরনো দিনের হাসি,
যেখানে অভিমান আর ক্ষোভের কোনো স্থান নেই।
ফিরে এসো,
এই নীরবতা ভাঙো,
তোমার অভিমানের দেয়ালে
মমতার উষ্ণতা লাগিয়ে দাও।
কথাগুলো আবার নতুন করে সাজিয়ে দাও,
ফিরে আসুক সেই ভালোবাসা
যা ছিল আমাদের প্রথম দিনের মতো।
এ কেমন অভিমান, প্রিয়?
এতোদিন কীভাবে পারলে নীরবে বয়ে নিয়ে যেতে?
আমি অপেক্ষায় আছি,
তোমার সব অভিমান ভাঙিয়ে,
ফিরিয়ে আনতে সেই দিনগুলো
যেখানে কেবলই ভালোবাসার গল্প লেখা হতো।