যুদ্ধ নয় শান্তি,
এই হোক আগামীর শপথ।
তবুও আর একটা যুদ্ধ চাই,
রক্তক্ষয়ী, ধ্বংসের জন্য,
সুন্দর করে বাঁচার জন্য,
স্বাধীনভাবে মুক্ত বাতাসে আমার
দেশের মাটির ঘ্রাণ নিতে,
যুদ্ধ চাই আবার একটা যুদ্ধ
যুদ্ধের দাবানল বাঁজিয়ে,
ধ্বংসের লেলিহান শিখা ছড়িয়ে,
দেশদ্রোহীদের শেকড় সমেত উপরে ফেলে,
স্বাধীনতা বিরোধীদের বিতারীত করে,
দেশপ্রেম জাগ্রত করে তবেই
আমি হতে চাই শান্ত, আর তখন
আমি বলবো যুদ্ধ নয় শান্তি।
সত্যি একটা তুমুল প্রলয়ংকারী
সুনামীর মত, ধ্বংসকারী যুদ্ধ চাই।
পবিত্র রক্তদিয়ে কেনা আমার
দেশের প্রতিটি ইঞ্চি মাটি,
শকুনের থাবায় কখনো
হতে দিব না কলঙ্কিত।
যুদ্ধ চাই, আর একটা যুদ্ধ চাই।