অপেক্ষায় কাটে আমার প্রতিটি রাত,
তুমি আসবে বলে চাঁদের আলো ফোটে হৃদয়ে—
তোমার ছোঁয়া খুঁজে ফিরি বাতাসের নীরবতায়,
নির্জনতা কাঁদে আমার সঙ্গী হয়ে।
তুমি আসবে বলে গাছে গাছে ফুল ফোটে,
পথের ধারে জমে থাকে স্মৃতির ছায়া।
অন্ধকার ভেঙে ফুটে ওঠে নরম আলো,
তুমি আসবে, সেই আশায় কাটে রাতের বেলা।
শূন্য ঘরে হাওয়ার মৃদু স্পর্শে তবু,
মনে হয় তুমি যেন রয়েছো পাশে।
তোমার অপেক্ষায় কাটে দিনের পর দিন,
স্বপ্নের বুকে বাঁধা পড়ে মায়াবী ফানুসে।
অপেক্ষা হয়তো চিরন্তন, তবু তৃষ্ণা মেটে না,
তুমি আসবে বলে প্রতিদিন পথ চেয়ে থাকি।
এই এক জীবনের নীরব যন্ত্রণায়,
তোমার ছোঁয়া ছুঁয়ে যাক আমার অপেক্ষার প্রহরগুলো।