আমি তোমাদের মাঝে বাঁচতে চাই,
হাজার বছর, সেই ভালোবাসা যেন পাই ।
বক্ষে আমার ফুল বাগিচা গন্ধ বিলায়
তোমাদের প্রেমে আমি মুগ্ধ, শূণ্যতা হারায় ।
ধরিত্রীর এই জির্ণতা ছুঁড়ে ফেলে দিয়ে
সাজাবো নূতন করে স্বপ্নের সিঁড়ি বেয়ে ।
এসোনা সবাই হাতে রেখে হাত শপথ করি,
অন্যায়কে পিছনে ফেলে নতুন ভুবন গড়ি ।
দেখ, দেখ চেয়ে দেখ আজ পাপের পাল্লা ভারী
প্রতিবাদ নেই কন্ঠে, ধরেনা সত্যের তরবারি ।
ভাবনা আমার ধরে নাকে আর, সুন্দর পৃথিবী
পদতলে পিষ্ঠ করি, লজ্জায় মুখ ঢাঁকে ঐ রবি ।
জন্ম থেকে মৃত্যু, অন্যায়ের যাতাকলে পিষ্ঠ,
সত্যকে ছেড়ে আজ মিথ্যাকে ধারণ, পথভ্রষ্ট ।
কতেদিন, কত কাল বাঁচার তরে হবে যুদ্ধ,
জ্বলবে কতো সত্য ন্যায় মিথ্যার আগুনে দগ্ধ ।
তবুও আমি তোমাদের মাঝে করে যাবো গান,
অন্যায়ের অনলে যদিও ঝলসে আমার প্রাণ ।
ভালোবাসায় সিক্ত হবো সাজবে আবার বসুন্ধরা,
অবাক হয়ে দেখবে সবাই, পৃথিবীর জীবন ধারা ।