কুড়ি বছর পর,
আমি ফিরব কি এ পথে?
ফিরব কি সেই গাছতলায়,
যেখানে দু'জনে বসেছিলাম?
আমাদের হাসির ছায়া আজও কি পড়ে
রোদের নরম ধুলোয়?
নাকি সময়ের বালি ঢেকে দিয়েছে সবই?
কুড়ি বছর পর,
চোখের দৃষ্টি ঝাপসা হবে,
তুমি থাকবে কি পাশে
সেই প্রথম দিনের মতো?
যে স্বপ্নগুলো আঁকতাম রঙিন তুলিতে,
তারা কি বিবর্ণ হয়েছে,
নাকি স্মৃতির রঙে আজও রঙিন?
আমাদের পা ফেলতে,
সেই পথটি আর অচেনা নয়,
কেবল আমরা বেমানান,
পুরনো পাতা ঝরা বৃক্ষের মতো।
কুড়ি বছর পর,
শুধু আমি আর তুমি,
বুকে আঁকি ভাঙ্গা সুরের কাব্য,
নিঃশব্দে বয়ে যাই অচেনা স্মৃতির পথে।