ক্ষণিকের আলোয় জ্বলে উঠি,
তারপরই হারাই চুপিসারে,
বাতাসে মিশে যাই ধীরে ধীরে,
স্বপ্নের মতো, মরীচিকার পারে।
জীবন তো অতি ক্ষুদ্র নদী,
কেনই বা খুঁজি অপার সীমা?
ক্ষণস্থায়ী সুখের খেলাঘরে,
খুঁজে ফিরি অনন্ত প্রহসন ভিমা।
ক্ষুদ্র ক্ষণে বাঁধা এই দুনিয়া,
তবু তাতে কত গল্প লেখা।
চোখে এক ঝলক দেখা,
তারপর স্মৃতির ছায়ায় ঢাকা।
ক্ষণস্থায়ী বলেই তো সুন্দর,
এখানেই লুকিয়ে চিরন্তন রং।
অন্তহীনকে ভুলে যাই বারবার,
মুঠোভরা ক্ষণেই পাই বাঁচার সুরঙ্গ।