আজ আর আপোষ নয়
বকেয়া হিসেবের জীর্ণ খাতা হাতে
রাজপথে নেমেছে নির্যাতিতের মিছিল,
আজ আর করুনা নয়
শোষণের পুরনো হিসেব চাই
প্রয়োজনে নির্ভয়ে মৃত্যু কে দেবো আলিঙ্গন।
ঘুণে কাটা এ সমাজের অবয়বে
আর প্রলেপ নয়
আকাশ চুম্বী অট্টালিকার প্রতিটি গাঁথুনি তে
যাদের ঘাম লেগে আছে,
যাদের রক্ত জল করা খাটুনি তে
বর্বরেরা রচনা করেছে অসভ্য সমাজ ও সংস্কৃতি
তাদের টুটি ধরে আজকে মুখোমুখি প্রশ্ন করা হবে।
হাতের মুঠো তে মৃত্যুর ছাড়পত্র
বৈশাখী দুর্বার বাতাসে বীর দর্পে পতপত করে উড়ছে ঐ
আজকের এ পদচারণা অন্যদিনের চেয়ে ভিন্ন রকম উত্তপ্ত,
দীর্ঘকাল নীরবে যারা সয়ে গেছে
তাদের সম্মানে আজকে নতুন গান রচনা হবে
এ মহা মিছিল সমুদ্রের চেয়েও ভীষণ ভয়ংকর।
বন্ধুগণ,
সময় এসেছে
কালবিলম্ব নয়,
আমাদের ন্যায্য প্রাপ্য পারিতোষিক
যারা ছিড়ে ছিড়ে খেয়েছে
সে সব শকুনের ঠোঁট আজকে ভাঙবো ই।