আমি উপেক্ষিত মানুষের কথা বলতে
আজ এই
মহতী সভায় আমন্ত্রিত,
বন্ধুগণ,
আমার কথা, কথার পিঠে কথা
কোন কথা নয়, আজ কোন কবিতা নয়।
কাল যে সূর্যসন্তান তার সমস্ত রক্ত দিয়ে
যে জায়গাটুকু উর্বর করেছে
আমি সেখানে ফসল ফলানোর কথা
বলতে এসেছি,
শুনেছি, এখানে অনেক কৃষক এসেছেন
অনেক খেটে খাওয়া মানুষ এসেছেন
আমি শুধুই তাদের কথা বলবো।
পেছনে তাকিয়ে দেখুন
ফসল ফলাতে ফলাতে ক্লান্ত মানুষ গুলি
বড় উৎসুক হয়ে তাকিয়ে আছে
আমাদের দিকে,
আমি তাদের নিরাশ করবোনা
তাদের আমি আজ হতাশ করবোনা
কারণ
আমার শরীরে বেঈমানের রক্ত নেই।
এই সহজ সরল মানুষ গুলি
ক্ষয়ে ক্ষয়ে
হাড্ডিসার কেমন ফ্যাকাশে হয়ে আছে,
সমাজের যাঁতাকলে নিষ্পেষিত
অসহায় মানুষ গুলি
কোনো উপায়ান্তর না পেয়ে
আজ সংঘটিত হয়েছে,
কিছুক্ষন পরে আমি তাদের সাথে নিয়ে
রাজপথ কাঁপাতে চাই।
আজ কোনো করুনা নয়
আজ কোনো অনুগ্রহ নয়,
আজ আমাদের অধিকার নিয়ে
পাওনা নিয়ে কথা সুরাহা করবো।
Thank you.