এই নিঃসঙ্গতা কেটে যাবে
আরেকটা সূর্যোদয়ে বন্ধ কপাট খুলে যাবে
হঠাৎ একদিন,
দুঃসময়ের পুঞ্জীভূত বেদনার মুহূর্তগুলি
আসন্ন চৈত্রের দাবদাহে
হবে বিলীন।
বারান্দার টবের ফুলগাছে
আবারো ফুটে উঠবে ফুলের সমারোহ
হেসে উঠবে সকালের হাসি,
ভোরের শিশিরে স্নাত
একফালি সোনালী আলোর ছটায়
আবার শুরু হবে আমাদের ভালোবাসাবাসি।
সহসাই আবার মুখরিত হবে
নতুন উৎসবে মেতে উঠবে সমস্ত জনপদ
মাঠে ও ঘাটে আবার বাজিবে বাঁশি,
উঠানে আবার গল্পের আসরে
দূরের আকাশ হতে ঝরে পরবে
আলোকিত পূর্ণিমার হাঁসি।
এ দুঃসময়ের শেষে
আবার আমরা কাজে হাত দেবো
আগামী নতুন নির্মাণের,
শক্তি ও সাহসে
সংকট প্রতিহত করবোই
রয়ে যাবে নিঃসঙ্গতার কথা এ সময়ের।